Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে রসুলগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মিয়ানমারে বর্বরোচিত ইতিহাসের জগন্যতম গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে নবীগঞ্জের রসুলগঞ্জ বাজারে এলাকার আলেম উলামা ও সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে স্থানীয় রসুলগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। উক্ত সভায় অনতিবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধের জন্য কার্যকরী ভূমিকা রাখার দাবি জানিয়ে বক্তাগণ জাতিসংঘ ওআইসি, আরবলীগ, বিশ্ব বিবেক, বিশ্ব মিডিয়া ও সকল আন্তর্জাতিক মানবাধিকার সংঘঠন গুলোর প্রতি উদাত্ত আহব্বান জানান। বাংলাদেশ সরকারের প্রতি মানবিক দৃষ্টিকোণে সীমান্ত খুলে দিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের শরনার্থী হিসেবে আশ্রয় ও সার্বিক সহযোগীতা দেওয়ার জোর দাবি জানান। এতে সভাপতিত্ব করেন, এলাকার প্রবীণ আলেমেদ্বীন মাওলানা শায়খ কাজী হারুনুর রশীদ চৌধুরী, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মুফতি লুৎফুর রহমান, মাওলানা নোমান আহবাব। ডাঃ ইমাদুর রহমান, মোঃ জসিম উদ্দিন চৌধুরী ও হাফিজ সৈয়দ সামনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদিস মাওলানা ইমাম উদ্দিন আহমদ, মাওলানা শায়খ আব্দুর রকিব হক্কানী, মাওলানা আব্দুর রউফ জিহাদী, মাওলানা আহমদুল্লাহ আশরাফ, মাওলানা সালমান আহমদ, মোঃ আছকির মিয়া প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সেখুল ইসলাম চৌধুরী, মাওলানা ইখলাছুর রহমান, মাওলানা জাকারিয়া ফুরকানী, নোমান আহমদ, শহিদুল ইসলাম, মাহফুজ আহমদ, মোঃ আলাউদ্দিন, ডা. আরজু মিয়া, মাওলানা কাওছার আহমদ, ছালেউর রহমান, মোঃ আরিফ আহমদ, বশর উদ্দিন, জুনেদ মিয়া। বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন পরিশেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।