Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মায়ানমারে মুসলমানদের হত্যা প্রতিবাদে নবীগঞ্জে তালামীযের বিক্ষোভ মিছিলে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা এম. হাসান আলী বলেছেন, মায়ানমারে মুসলমানদের উপর নির্বিচারে হত্যা বন্ধ করতে হবে। অন্যথায় মুসলিম জাতি সম্মিলিতভাবে মায়ানমারে অমানুষিক নির্যাতিত বন্ধ করতে বাধ্য হবে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি আশা ব্যক্ত করে বলেন, শাহজালালের পূন্যভূমি বাংলাদেশ এই বাংলাদেশ থেকে সরকার ও রাষ্ট্র পক্ষ থেকে জাতিসংঘে নির্বিচারে হত্যা বন্ধের জোর প্রস্তাব করা হউক। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব করে বিশ্বের মানুষকে জানিয়ে দিয়ে মায়ানমারে মজলুম মুসলমানের পক্ষে কাজ করে হত্যা করা বন্ধ করতে মায়ানমার সরকার কে হুঁশিয়ারি উচ্চারন করে তাদের রক্ষা করতে হবে। গতকাল ৩০ নভেম্বর বিকালে নবীগনজ শহরস্থ নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
উপজেলা তালামীযের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা তালামীযের সাধারন সম্পাদক মোঃ শামসুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ শাহজালাল ওয়েলফেয়ার আইডিয়াল সোসাইটির সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওঃ এম.এ ছবুর, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ সজ্জাদুর রহমান, নবীগঞ্জ সম্মিলিত ইসলামি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মাও. মোঃ আব্দুর রকীব হক্কানী, সিলেট প্রাইভেট জোন ইউনিভার্সিটি তালামীযের সহ-সভাপতি মোঃ আবুল কাশেম চয়ন, জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, মোঃ আবু সুফিয়ান, রুহুল আমিন, শেখ ফখরুল ইসলাম বিলাল, মোঃ আদিল আল-জাবের, আলহাজ্ব ইসমাইল মিয়া, মাওঃ মোস্তাকিম বিল্লাহ আতিকী, মাওঃ ফিরোজ আহমদ, মাওঃ নুরুল ইসলাম, মাওঃ ছাব্বির আহমদ, মোঃ কামাল উদ্দিন সবুজ, মোঃ রাহুল ইসলাম, রাফি চৌধুরী, শাহরিয়ার আহমদ শাওন, আবু সাঈদ ছায়েম, সৈয়দ মোজাক্কির হোসেন মিলাদ, মোঃ জাহেদ হাসান জীবন, মোঃ জাহানঙ্গীর আলম, মোঃ মোজাহিদ আহমদ, মোঃ নিকছন আহমদ, মোঃ নাবিল ইসলাম চৌধুরী প্রমূখ।