Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুরমা চা-বাগানে ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে যুবক আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে এক ব্যবসায়ী ও দুই নারীর মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে অরবিন্দু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহষ্পতিবার ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক অরবিন্দু উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অনিল সরকারের ছেলে। এ ব্যাপারে হবিগঞ্জ শহরের শামসু মিয়ার ছেলে ব্যবসায়ী সারোয়ার উদ্দিন মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে, গত ২৯ নভেম্বর হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী সারোয়ার উদ্দিন মোটরসাইকেলযোগে তার নিকটাত্মীয় দুই মহিলাকে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান পর্যটন এলাকায় যাবার পথে দুপুরে সুরমা চা বাগান তিন বাংলা নামক স্থানে ছবি তুলতে নামে। এ সময় কতিপয় দুর্বৃত্ত তাদের মারপিট করে একটি দামী মোবাইল ফোন, নগদ টাকা ও মহিলাদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, আটক অরবিন্দুকে পুলিশ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চা বাগান ও সাতছড়ি জাতীয় উদ্যানে ভ্রমণ করতে গিয়ে অনেক যুবক-যুবতী ছিনতাইয়ের শিকার হচ্ছেন। একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় কোনো পর্যটক ভ্রমন করতে গেলে চুপিসারে তাদের পিছু নেয়। জাতীয় উদ্যান কিংবা সুরমা চা বাগানে প্রবেশ করা মাত্রই সংঘবদ্ধ চক্রটি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নারীদের ইজ্জত হরণের ঘটনা প্রায়ই ঘটছে।