Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মরেও শান্তি ফেলেন না সড়ক দুর্ঘটনায় আহত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি

স্টাফ রিপোর্টার ॥ মরেও শান্তি ফেলেন না হবিগঞ্জ সদর হাসপাতালের ফ্লোরে থাকা সড়ক দুর্ঘটনায় আহত পঞ্চাশোর্ধ্ব অজ্ঞাত ব্যক্তি। গত ২ দিন হাসপাতালে বিনা চিকিৎসা ও অনাহারে থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে। হাসপাতাল থেকে চিকিৎসা ও খাবারসহ কোন প্রকার সহযোগিতা না পেয়ে স্বজন হারা ওই ব্যক্তি মৃত্যুর কাছে হার মানলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ফ্লোরে থাকা ওই ব্যক্তিটি মারা যান।
হাসপাতাল সুত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সকালে ওই ব্যক্তিকে কে বা কারা হাসপাতালে ভর্তি করে চলে যায়। এরপর থেকে ওই পুরুষ ওয়ার্ডের মেঝেতে পড়েছিলেন। গত দুই দিন হাসপাতাল থেকে কোন ধরণের চিকিৎসা সেবা ও খাবার না পেয়ে গতকাল ওই সময় তিনি মারা যান। হাসপাতালে আসা অন্যান্য রোগীর স্বজনরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তি মৃত্যুর আগে গত দুইদিন যন্ত্রনায় ছটফট করেন, মরার পর তার নিথর দেহ নিয়েও অবহেলায় মেতে উঠেন হাসপাতালের কতিপয় কর্মচারি। কেবলমাত্র স্বজন না থাকায় মরার আগেও কেউ তার প্রতি সাহায্যের হাত বাড়াননি এবং মরে যাওয়ার পরও তার প্রতি কেউ সহমর্মিতার হাত বাড়াননি। তার মৃতদেহ নিয়ে শুরু হয় টানাটানি। অবশেষে রাত ৯টার পর সাংবাদিকদের সহযোগিতায় পুলিশ ডোম ছাবু মিয়াকে নিয়ে হাসপাতালের বারান্দা থেকে লাশ উদ্ধার করে লাশ কাটা ঘরে নিয়ে যায়। পুলিশ জানায়, আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট ওই ব্যক্তির লাশ হস্তান্তর করা হবে।