Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৬ ডিসেম্বর চুনারুঘাট মুক্ত দিবস বিশেষভাবে স্মরণ করা হবে দিনটিকে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ৬ ডিসেম্বর চুনারুঘাট মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাক হায়নাদের কবল থেকে মুক্ত হয় সীমান্ত উপজেলা চুনারুঘাট। সেদিন ভারতে আশ্রয় নেয়া মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষজন নিজ ভূমে ফিরে লাল সবুজের পতাকা উড়িয়ে ছিলেন চুনারুঘাটের সর্বত্র। সেদিনের স্মৃতি, যুদ্ধের কথা, স্বাধীনতা কথা সর্বসাধারণকে জানাতে চুনারুঘাট মুক্তিযোদ্ধা সংসদ গ্রহণ করেছে ব্যাপক কর্মসূচি। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুুস ছামাদ জানান, রাত ১২.০১ মিনিটে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। সকাল ৮টা উপজেলা সদরসহ উপজেলার সর্বত্র উড়ানো হবে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদ পতাকা। সকাল ১০ টায় অনুষ্টিত হবে বর্ণাঢ্য র‌্যলি। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা, নাটকসহ সাংস্কৃতিক অনুষ্টান থাকবে পুরোদিন জুড়ে। নানা রঙ্গে সাজানো হবে চুনারুঘাট সদরকে। বিজয় দিবসের প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল বলেন, এবারকার বিজয় দিবসে শিশুদেরকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের অনুরোধ করা হয়েছে।