Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হকের মাদার তেরেসা স্বর্ণপদক লাভ

স্টাফ রিপোর্টার ॥ আইন শৃংখলা রক্ষা ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইয়াসিনুল হককে মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত করেছে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন। গত ২৯ নভেম্বর ভূমি মন্ত্রী ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিনের হাত থেকে তিনি এ স্বর্ণপদক গ্রহণ করেন। শায়েস্তাগঞ্জ থানা ও হবিগঞ্জ সদরে আইন শৃংখলা রক্ষা ও মানব সেবায় সক্রিয় ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়।
উল্লেখ্য, তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় কর্মরত থাকাকালিন সময়ে অত্যান্ত দক্ষতার সাথে ওই এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জন সাধারণের জানমালের নিরপত্তা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। তিনি গত দু’মাস পুর্বে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। সম্প্রতি হবিগঞ্জ শহরে বিচ্ছিন্ন দু’একটি ডাকাতির ঘটনা ঘটায় শহর জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করে ডাকাতির সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন। এবং সমগ্র থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধসহ সকল ধরনের অপরাধ দমনে কার্যকর ভুমিকা পালন করেন। এরই প্রেক্ষিতে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন তাকে স্বর্ণপদকে ভুষিত করে। মোঃ ইয়াছিনুল হক ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে সাব-ইন্সপেক্ট হেসিবে যোগদান করেন। এবং পরবর্তিতে ২০১৩ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৭৮ সালে বি-বাড়িয়া জেলার সদর উপজেলার আটলা গ্রামে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি হবিগঞ্জ সদর মডেল থানা এলাকার আইন শৃংখলা নিয়নন্ত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।