Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিয়ানমারে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত মুসলমানদের উপর বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে রোহিঙ্গা মুসলিম নিধনে প্রকাশ্যে মানবতা লংঘন বিশ্ব বিবেক এগিয়ে এসো এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ শহরের নতুন বাজারে বিশাল মনববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার বেলা ২টায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নবীগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এম আর কে কাপ্তান মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ডাঃ আজিজুর রহমান, মাহমুদুর রহমান চৌধুরী, ইউপি সদস্য আব্দুল মুকিত, আনসার উদ্দীন, মাওঃ সুয়েব আহমদ চৌধুরী, আব্দুর নূর, সাইফা রহমান কাকুলী, (অবঃ সার্জেন) মিরাজ আলী, মাওঃ আব্দুল মুহিত, মহিলা আওয়ামীলীগ উপজেলা শাখার সভাপতি দিলারা হোসেন, আল ইসলাহ কেন্দ্রীয় নেতা কাজী মাওঃ হাসান আলী, খেলাফত মজলিশের জেলা নেতা কাজী হারুনুর রশিদ চৌধুরী, কমান্ডার এম এ খালেক, মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলার সহ সভাপতি আমিনুল ইসলাম শামীম, নবীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের আহ্বায়ক আব্দুর রকীব হক্কানী, তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় নেতা আব্দুুল মুহিত রাসেল, মাষ্টার আব্দুল মজিদ, মানবাধিকার কর্মী আব্দুল মুকিত, সাংবাদিক আবু তালেব, হাবিবুর রহমান চৌধুরী শামীম, আব্দুল আলী, মাওঃ আব্দুল কাদের হোসাইনী, আল আমিন, নুরুজ্জামান ফারুকী, মাওঃ আব্দুল কাইয়ুম, এম নুরুদ্দীন নোমান প্রমূখ। বক্তারা বলেন, জাতি সংঘের আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অপরদিকে হবিগঞ্জের ৩টি মসজিদে অগ্নিকান্ডে সবকটি মসজিদে ৫০শেরও অধিক পবিত্র কোরআন শরিফ পুড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। যারা এই কাজ করেছে তারা কুলাঙ্গার বলেও আখ্যায়িত করেন। উপস্থিত বক্তারা আরো বলেন, খোদায়ী গজব হতে বিশ্বকে বাঁচাতে হলে অবিলম্বে রোহিঙ্গা নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে। সারাবিশ্বের ৫৭টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের গণহত্যা করা হচ্ছে তা আমরা কোন ভাবেই বরদাস করতে পারব না। পরিশেষে বক্ততারা গণ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং রোহিঙ্গা মুসলমানদের রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করেন।