Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনের জনসভায় গ্রেনেড হামলা মামলায় ॥ হবিগঞ্জের মেয়র জিকে গউছ সিলেটের মেয়র আরিফ কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনের জনসভায় গ্রেনেড হামলা মামলায় সিলেট ও হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক ও জি কে গউছকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সকালে দিরাই আমলগ্রহণকারী আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ রায় প্রদান করেন। আদালত সূত্র মতে, এ মামলায় আরিফ ও গউসকে অভিযুক্ত করে গ্রেফতার দেখাতে আবেদন করেন সিআইডি হবিগঞ্জ জোনের সহকারি পুলিশ সুপার বসু দত্ত চাকমা। প্রাথমিকভাবে এ হামলার ঘটনায় ওই দুইজনের সম্পৃক্তা রয়েছে বলে সিআইডির কর্মকর্তা জানান। পুর্নতদন্ত শেষে নতুন করে চার্জশিটে এই দুই নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়। গতকাল শুনানির নির্ধারিত তারিখ ছিল। সকালে সিলেট কারাগার থেকে সুনামগঞ্জে আনা হয়। শুনানি শেষে বিচারক দুইজনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। দুপুরে দুইজনকেই সিলেট কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১জুন দিরাই পৌর শহরে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ হয়। এসময় ওয়াহিদ মিয়া নামে এক যুবলীগ কর্মী নিহত ও ২৯জন আহত হয়।