Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বামৈ ইউনিয়নকে দাঙ্গামুক্ত ঘোষণা অনুষ্ঠানে এমপি আবু জাহির আওয়ামী লীগ সরকার গ্রাম্য দাঙ্গা দমনে বদ্ধ পরিকর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বামৈ ইউনিয়নের সর্বস্তরের জনতার উপস্থিতিতে হবিগঞ্জ জেলার মধ্যে এই প্রথম উক্ত ইউনিয়নকে দাঙ্গা মুক্ত ঘোষণা করছি। আসুন আমরা সকল দাঙ্গাবাজদেরকে সামাজিক ভাবে বয়কট করি। এখন আর সেই আগের দিন নাই, যে কেউ তুচ্ছ বিষয় নিয়ে প্রাণহানি ঘটিয়ে রক্ষা পাবে। গতাকাল রবিবার বিকালে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নকে দাঙ্গামুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গ্রাম্য দাঙ্গা দমনে বদ্ধ পরিকর। একেক করে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-লাখাইকে শতভাগ দাঙ্গামুক্ত ঘোষণা করা হবে। বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামূল হক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। এছাড়াও বক্তব্য রাখেন, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, মাস্টার এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, রায়হান মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বামৈ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ।