Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন নবীগঞ্জে প্রার্থীদের নির্ঘুম প্রচারনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জমে উটেছে হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। তফশীল ঘোষনার সাথে সাথে সদস্য ও সংরক্ষিত আসনের প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন নির্ঘুম প্রচারন। নির্ধারিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট কামনা করছেন তারা। জেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলা ও পৌরসভা মিলে ৩টি ওয়ার্ডে এবং ১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করা হয়েছে। ফলে এখানে প্রায় ১ ডজনের বেশী প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছেন। সংরক্ষিত আসনের প্রার্থীরাও ঘরে বসে নেই। সমান তালে চালিয়ে যাচ্ছে প্রচার-প্রচারণা। উক্ত আসনে যুক্তরাজ্যস্থ ল্যাস্টার যুব মহিলা লীগের সভাপতি তরুনা বাহার কলি প্রার্থীতা ঘোষনায় নির্বাচনী আমেজ নতুন মাত্রা যোগ হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরীন আক্তার ও উপজেলা মহিলালীগের সভাপতি দিলারা হোসেন।
উপজেলার ১, ২, ৩, ৪ ও ৫ নং ইউনিয়ন গঠিত জেলা পরিষদের ৪ নং ওর্য়াড। এ ওয়ার্ডে সম্ভব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ, দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল। এছাড়া সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা মিয়ারও নাম শুনা যাচ্ছে। ৬, ৭, ৮, ৯ ও পৌরসভা নিয়ে গঠিত হয়েছে ৫ নং ওয়ার্ড। এ ওয়ার্ডে সম্ভব্য প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগ নেতা হেলাল আহমদ, ব্যবসায়ী ও বিএনপি সমর্থক আব্দুল মালিক, সাবেক মেম্বার আজিজুল হক, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান আকল, করগাওঁ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, তরুন সমাজ সেবক শিপন আহমদ, সাংবাদিক আব্দুল মুহিত। ১০, ১১, ১২, ১৩ ও বাহুবলের স্নœানঘাট ইউপি নিয়ে গঠিত ৬ নং ওয়ার্ড। এ ওয়ার্ডে সম্ভব্য প্রার্থীরা হলেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, সাংবাদিক এমএ আহমদ আজাদ, প্রবাসী মাসুদ আহমদ। আগামী ১লা ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেবলমাত্র বর্তমান জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ব্যতিত আর কাউকে মাঠে দেখা যাচ্ছে না। ফলে নবীগঞ্জে ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর অবস্থা সুদৃঢ় রয়েছে। দিন ঘনিয়ে আসার সাথে সাথে ঘণ কুয়াশা এবং প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রার্থীদের প্রচারনায় নির্বাচনের উৎসব বিরাজ করছে উপজেলার সর্বত্র। মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন স্ব-স্ব ওয়ার্ড ও সংরক্ষিত আসনের প্রার্থীরা।