Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মন্দিরে হামলা ও ভাংচুরের মূলহোতা গ্রেপ্তার

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার হরিশ্যামা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়ি-ঘরে হামলার মূলহোতা শিশু মিয়া (৫৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার মৈত্র গতকাল শনিবার দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, নাসিরনগরে রসরাজ নামে এক যুবকের ফেসবুকে ইসলাম ধর্মের পবিত্র কাবাশরিফকে অবমাননা করে একটি পোষ্টকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর রাতে হরিশ্যামা পালপাড়া ও দাশপাড়ায় শিশু মিয়ার নেতৃত্বে অন্তত শতাধিক লোক হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় মন্দিরে হামলা ও ভাংচুর করে। এ ঘটনায় হরিশ্যামা গ্রামে মনোরঞ্জন দাস বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে ১০০/১২০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র জানান, ধৃত শিশু মিয়া ঘটনার মূল হোতা ও এজাহারের ২নং আসামি। মামলা রুজুর পর থেকেই গ্রেফতার এড়াতে শিশু মিয়া পলাতক ছিল। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মন্দির ভাংচুর ও হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।