Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেট বিভাগে সেরা করদাতার সম্মাননা পেয়েছে হবিগঞ্জের সায়হাম কটন মিলস

স্টাফ রিপোর্টার ॥ “উন্নয়নের অক্সিজেন রাজস্ব” জনকল্যানে রাজস্ব এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব সেরা করদাতা সম্মাননা-২০১৬ উপলক্ষে দেশের ১শ ৪১ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। হবিগঞ্জ তথা সিলেট বিভাগের মধ্যে একমাত্র সেরা জাতীয় করদাতার সম্মাননা পেয়েছে জেলার মাধবপুর উপজেলার নয়াপাড়ার সায়হাম কটন মিলস লিঃ। এ উপলক্ষ্যে গত ২৪ নভেম্বর ঢাকার আগারগাওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নিকট থেকে সেরা করদাতার সম্মাননা গ্রহন করেন সায়হাম কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহম্মেদ। এ ছাড়াও অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সহ জাতীয় রাজস্ব বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৫-২০১৬ কর বছরে সায়হাম কটন মিলস লিঃ স্পিনিং ও টেক্সটাইল খাতে সর্বোচ্চ জাতীয় আয়কর প্রদানকারী হিসেবে এ সম্মাননা লাভ করেন। দেশে প্রথম বারের মত “সূখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই” এ প্রতিপাদ্য নিয়ে ২৪ থেকে ৩০ নভেম্বর আয়কর বিষয়ে সচেতন করা ও দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের সারীতে আসীন করার লক্ষে এ আয়কর সপ্তাহ পালন করা হচ্ছে। উল্লেখ্য, সায়হাম কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহম্মেদ হবিগঞ্জ জেলার প্রথম শিল্প গ্র“প সায়হাম গ্র“পের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সলের জৈষ্ঠ্য পুত্র।