Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সাংবাদিক শোয়েব চৌধুরী ও নিয়নের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘদিন যাবৎ ‘খোয়াই নগরী’ নামে ফেসবুকের একটি আইডি থেকে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের নামে আপত্তিকর মন্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানীমূলক মন্তব্য প্রকাশ করে আসছিল। আর মন্তব্য প্রকাশের সাথে সাথেই তাতে সাংবাদিক শোয়েব চৌধুরী ও হাফিজুর রহমান নিয়ন মন্তব্য এবং লাইক দিয়ে সমর্থন করায় তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল বাতেন খাঁন মামলাটি এফআইআর করে তদন্তের জন্য এসআই সুজিত চক্রবর্ত্তীকে দায়িত্ব প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ‘খোয়াই নগরী’ আইডি থেকে ২০১৫ সালের ২১ মে তারিখে হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের ও সাধারণ সম্পাদক নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সম্পর্কে পুলিশ তাদের ছিনিল কেমনে (শুটকির নৌকায় বিড়াল পাহারাদার) শিরোনামে বিভিন্ন কুৎসা রটানো হয়। একই পোষ্টে শুটকির নৌকায় বিড়াল পাহারাদারের ঘটনার মতো, সেম পুলিশ সেম ইত্যাদি শিরোনামে উক্ত খোয়াই নগরী ফেসবুক আইডি থেকে প্রতিনিয়ত কুৎসা রটনা করে নানা অপপ্রচারে লিপ্ত থাকেন। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিধিরাও তাদের কুরুচিপুর্ণ অপপ্রচার থেকে রেহাই পায়নি। যা মানহানি ঘটনার সামিল। মামলার বাদী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী বলেন, আমার বিশ্বাস খোয়াই নগরী আইডিটি অজ্ঞাত পরিচয়ে পরিচালিত হলেও আসামী শোয়েব চৌধুরী ও হাফিজুর রহমান নিয়ন পরস্পর যোগসাজসে অজ্ঞাতনামা আসামীদের সক্রিয় সহযোগিতায় উক্ত আইডি পরিচালনা করে আসছেন। উক্ত আইডি থেকে নবীগঞ্জের জননন্দিত উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ গুরুত্বপুর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর পোস্টগুলো আরও বিভিন্ন আইডি থেকে শেয়ার করা হয়েছে। এতে করে প্রদত্ত পোস্টটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে স্বপ্রনোদিতভাবে জনস্বার্থে উক্ত মামলাটি দায়ের করেছি।