Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ধানের মূল্য ও শ্রমিকের মুজুরী নিয়ে জমে উঠেছে নবান্ন উৎসব

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রোপা আমনের উৎসবে মেতে উঠেছে কৃষক। বাম্পার ফলন ও ধানের ন্যায্যমূল্য নিয়ে মহাখুশী কৃষকসমাজ। ধানকাটা শ্রমিকের মুজুরীও সন্তোষজনক। ৩শ থেকে সাড়ে ৩শত টাকার নিচে শ্রমিক পাওয়া যাচ্ছেনা। চুক্তি ভিত্তিক শ্রমের মুজুরীও প্রায় একই রকম। জমি থেকে ক্রয়কৃত ধানের মূল্য মনপ্রতি প্রায় ৭শত টাকা। লক্ষ্যমাত্রা নিয়ে খুশি কৃষি অধিদপ্তর। তবে মহাজনের উৎপাতে খানিকটা ম্লান কৃষকের আনন্দ। সার্বিক তথ্যে জমে উঠেছে নবান্ন উৎসব। কৃষি অফিস ও কৃষক সূত্রে প্রকাশ, কার্তিকের মাঝামাঝি সময় থেকেই নবান্নের উৎসব শুরু হয়। আগামজাতের আমন কাটা শুরু হয়। আগামজাতের ফসলেরও বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে এ বছরে নতুন মাত্রা যুক্ত হয়েছে ধানকাটার মেশিন ও মাড়াই মেশিন। এসবের মধ্যেও বেকার নেই দিনমুজুর ও মৌসুমী ধানকাটা শ্রমিক। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই চলছে ধানকাটার মহোৎসব। বাম্পার ফলন ও প্রত্যাশিত মূল্য নিয়ে কৃষকের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক। ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষাণী বধূরাও। নতুন ধানের মৌ-মৌ গন্ধে ধান মাড়াই, শুকিয়ে ঘরে তোলার কাজে মহাব্যস্ত কৃষকবধূরাও। অকাল বন্যায় শুরুটা তেমন ভাল না হলেও দ্রুতই কেটে যায় কৃষকের হতাশা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন বলেন, ৯ হাজার ৬’শ ৬৩ হেক্টর জমিতে রোপা ও আমন উৎপদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়। বাস্তবে ৯ হাজার ৮শ’ ৮০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা অতিক্রম করে আগাম ও মৌসুমী রোপা ও আমনের ফলন নিয়ে মহাখুশি কৃষক সমাজ।