Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুজাতপুরের বিশিষ্ট সমাজসেবক জানে আলম মিয়ার ইন্তেকাল ॥ শোক

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ভাটি বাংলার জনপ্রিয় ব্যক্তিত্ব, সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট বিচারক সুজাতপুর ইউপির সাবেক মেম্বার মোঃ জানে আলম মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সুজাতপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল শুক্রবার বাদ জুমা তার নিজ গ্রাম ইকরাম খেলার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় জনপ্রতিনিধি, চিকিৎসক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নামাজে জানাজার পূর্বে তার স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডাঃ মোঃ জমির আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, শেখ মুক্তার হোসেন বেনু প্রমূখ। এ সময় বক্তারা অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য, মরহুম মোঃ জানে আলম মিয়া সাংবাদিক মুজিবুর রহমানের শ্বশুর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিবি, বাসদ, উদীচী শিল্পী গোষ্ঠী, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি, সামাজিক সংগঠন প্রতীজ্ঞা ও হবিগঞ্জ সিলেট কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।