Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে কেয়া চৌধুরী এমপির প্রচেষ্টায় মুক্তিযোদ্ধা সন্তানদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপির প্রচেষ্টায় মুক্তিযোদ্ধা সন্তানদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৫ জন মহিলাসহ মোট ৩০জন মুক্তিযোদ্ধা সন্তান এ প্রশিক্ষণ পেয়েছেন। হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসানের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বিশেষ প্রচেষ্টায় যুব উন্নয়ন অধিদপ্তর ১মাস ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষাণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। বাহুবল উপজেলার বাসিন্দা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মুক্তিযোদ্ধা সন্তাদের শিক্ষাজীবনেই আত্মকর্মসংস্থানমুখী করার লক্ষ্যে যুুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও হবিগঞ্জ-সিলেটের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী যুব উন্ন্য়ন অধিদপ্তরের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেন। সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, তার সাথে নতুনপ্রজন্মকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে উৎসাহিত করতে হবে। এ কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা লেখাপড়ার পাশাপাশি ঘরে বসে আউট সোসিং এর মাধ্যমে বৈধ পন্থায় টাকা রোজগার করতে পারবে। উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ¦ মোঃ হোসেনশাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাহুবল মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হোসেন, ডেপুটি কামান্ডার মোঃ নূর মিয়া, ক্রেডিট সুপারভাইজার মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তানসহ এলাকার মুরব্বীয়ান উপস্থিত ছিলেন।