Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণ-হত্যার প্রতিবাদে রব গবেষণা পরিষদের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায় জেনারেল এম.এ রব গবেষণা পরিষদের পক্ষ থেকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের গণ-হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সংগঠনটি একাত্ত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করে। সংবাদপত্রে পদত্ত বিবৃতিতে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণ-হত্যার প্রতিবাদ জানিয়েছেন জেনারেল এম.এ রব গবেষণা পরিষদ হবিগঞ্জ নেতৃবৃন্দ। স্বাক্ষরকারীরা হলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব জিতু মিয়া চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওঃ আব্দুল কাইয়ূম, আব্দুর রহিম মেম্বার, প্রাক্তন কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সফল সংগঠক উজ্জীবক মাওঃ কে.এম.এ ওয়াহাব নাঈমী, যুগ্ম-সম্পাদক কবি এম.এ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আব্দাল, কামরুজ্জামান খান ইমরান, শাহ জয়নাল আবেদীন রাসেল, কোষাধ্যক্ষ ডাঃ মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডঃ আবুল আজাদ ও আশাহিদ আলী আশা, সমাজ কল্যাণ সম্পাদক সঞ্জয় রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ কাশেম, ছাত্র ও যুব কল্যাণ সম্পাদক আব্দুল হাই, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা খানম, রোমানা আক্তার তাহুরা ও ফযিলাতুন নাহার খানম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাষ্টার এম.এ ওয়াহিদ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক রাসেন্দ্র চন্দ্র দাশ, ক্রিড়া বিষয়ক সম্পাদক কামাল আহমদ, বহির্বিশ্ব সম্পাদক জওহার হোসেন ফাহদি, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক পঙ্কজ কান্তি দাস পল্লব, দপ্তর বিষয়ক সম্পাদক হারুন মিয়া দানীস ও সামসুজ্জামান মিয়া, শিশু বিষয়ক সম্পাদক এ.এস.এন আব্দুল মায়িদ প্রমুখ।