Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কৃষকের ৩ বিঘা জমির সবজি কেটে ফেলেছে দর্বৃত্তরা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে রাতের আধারে এক কৃষকের প্রায় ৩ বিঘা জমির উৎপাদিত সবজি কেটে ধ্বংস করে দিয়েছে দুর্র্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৪ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। সকালে সবজি ক্ষেত থেকে টমেটো, বরবটি, করলা উঠাতে গিয়ে দেখেন গোড়া দিয়ে কেটে ফেলা হয়েছে গাছগুলো। হতভাগা এ কৃষক দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে গোলাপ খা একজন প্রান্তিক কৃষক। সবজি চাষ করেই পরিবার পরিজন নিয়ে সংসার চলে তার। এ বছর বুকভরা আশা নিয়ে ধারকর্জ করে বাড়ীর পাশে ৩ বিঘা জমিতে টমেটো, বরবটি ও করলা চাষ করেন। ফলনও মোটামুটি ভাল হয়। সবজি তুলে বিক্রি করার জন্য সকালে জমিতে যান কৃষক গোলাপ খা। কিন্তু ক্ষেতের অবস্থা দেখে তার মাথায় আসমান ভেঙ্গে পড়ে। মুহুর্তেই মধ্যেই তার স্বপ্ন ভেঙ্গে যায়। দেখতে পান টমেটো, বরবটি, করলা গাছের গোড়া কাটা। রোদ উঠার সঙ্গে সঙ্গেই গাছগুলো নিস্তেজ হয়ে পড়ে। এ খবর প্রতিবেশির মধ্যে ছড়িয়ে পড়লে শতশত কৃষক ছুটে এসে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। তাদের মধ্যেও দেখা দেয় হতাশা ও অনুশোচনা। কে কেন কৃষক গোলাপের এমন সর্বনাশ করল? তা বুঝে উঠতে পারছে না গোলাপ খা। তার পরিবারের আর্তনাদ দেখে অনেকেই কেঁদে ফেলল। কেন তার এই সর্বনাশ করা হলো। তিনি তা বুঝতে পারছেন না। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আপন মিয়া ও ইউপি সদস্য জালাল ঘটনাস্থলে গিয়ে কৃষক গোলাপ খাকে সান্ত্বনা দিয়েছেন। কৃষক গোলাপ খা অভিযোগ করেন পার্শ্ববর্তী কমলপুর গ্রামের জনৈক ব্যক্তির সঙ্গে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে এটি তারই কারসাজি। রাতের আধারে তার এ সর্বনাশা ক্ষতি করেছে। ইউপি চেয়ারম্যান আপন মিয়া বলেন, কৃষকের এই ক্ষতির সঙ্গে যে জড়িত থাকবে তাকে খোজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, কৃষক গোলাপ খার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।