Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ভ্রাম্যমান আদালত ৫টি যানবাহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৫টি যানবাহনকে নগদ টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের নেতৃত্বে ধুলিয়াখাল এলাকায় মোটরযানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ও কাগজপত্রে ক্রুটি থাকায় ৩টি সিএনজি অটোরিক্সাকে ১৫শ টাকা ও ২টি মোটর সাইকেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল শ্মশানঘাট এলাকার রেজা স’মিল, শাহজালাল স’মিল ও উমেদনগর এলাকার খাজা স’মিল, রোবায়েত স’মিল ও কাসেম স’মিলকে সর্তক করে দেয়া হয়। অন্যদিকে রাজনগর বাইপাস সড়কের মহিন কয়েল ও লাকড়ী মিলের সিলগালা দোকান জোরপূর্বক খুলে চালু করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফের সিলগালা করে দেন। এব্যাপারে নির্দিষ্ঠ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। উভয় মোবাইল কোর্টকে সহযোগীতা করেন এএসআই আনোয়ারা বেগম।