Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে টমেটো বীজে ভেজাল কৃষকের কোটি টাকার ক্ষতি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে একটি প্রতিষ্ঠানের বাজারজাতকৃত উচ্চ ফলনশীল কনক জাতের টমেটো বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন কয়েকশত কৃষক। এতে কৃষকদের প্রায় কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। উপজেলার চৌমুহনী ইউনিয়নের কয়েকশত কৃষক এ বছর আর্থিক ফলনের আসায় বাজার থেকে এ বীজ ক্রয় করে জমি চাষ করে চরম ফলন বিপর্যয়ে পড়েছে। চোখে মুখে এখন কৃষকরা শস্য ফুল দেখছেন। ক্ষেতে টমেটো গাছ ২/৩ফুট গজিয়েছে অথচ ফলন হয়নি। সবজি ভান্ডার হিসেবে খ্যাত উপজেলার চৌমুহনী ইউনিয়নের কৃষকরা এ বছর স্থানীয় বাজার থেকে এগ্রি কনসান নামে একটি কোম্পানী বাজারজাতকৃত কনক জাতের বীজ ক্রয় করে অধিক লাভের আশায় জমিতে হাজার হাজার টাকা খরচ করে আবাদ করে। গাছ ২/৩ ফুট লম্বা হলেও ভরা টমেটো উত্তোলন মৌসুমে ফলন না আশায় কৃষকরা পথে বসার উপক্রম হয়েছে। আদর্শ কৃষক বদু মিয়া জানান, ফলন বিপর্যয়ে কৃষকরার যে সর্বনাশ হয়েছে তা পুষিয়ে উঠতে পারবে না। ধার কর্জা ও চরা সুদে ঋণ নিয়ে কৃষকরা উচ্চ ফলনশীল এ জাতের টমেটো চাষ করে এখন দিশেহারা। উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক সত্যতা স্বীকার করে বলেন, ফলন বিপর্যয়ে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের একটি তালিকা তৈরী করা হয়েছে এ তালিকায় প্রায় দেড়শ কৃষকের নাম রয়েছে। কৃষকরা অভিযোগ করলে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হবে। এখন পর্যন্ত কোন কৃষক অভিযোগ নিয়ে আসেনি। কৃষি অফিস সূত্র মতে এ বছর এগ্রি কনসানের বীজ ক্রয় করে প্রায় দেড়শ হেক্টর জমিতে টমেটো আবাদ করা হয়েছিল।