Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সরকারকে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ভূমি দান করলেন হীরাগঞ্জ বাজার প্রতিষ্ঠাতার পুত্র প্রবাসী শামীম চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়কে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ৩শতক ভূমি দান করলেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-হীরাগঞ্জ বাজার প্রতিষ্ঠাতার পুত্র যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ চৌধুরী। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসে মোঃ নুরুল আমিন এর কাছে দলিল সম্পাদক করে দেন।
নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল আউশকান্দি এলাকার জন সাধারণের সুবিধার্থে ১৯৪৮ ইংরেজী সনে মরহুম সোনাওর চৌধুরী ও মরহুম গোলাম রব্বানী চৌধুরী হীরাগঞ্জ বাজার প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় হীরাগঞ্জ বাজার ও আশপাশ এলাকার লোকজনের সুবিধােের্থ ডিজিটাল পোষ্ট অফিসের জন্য ৩শতক ভূমি দান করেন মরহুম হাজী শফিকুল হক চৌধুরীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ চৌধুরী। দলীল সম্পাদনকালে উপস্থিত ছিলেন, ইলেক্ট্রনিক মিডিয়া চ্যানেল এস এর নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, ৭১ নিউস টিভি এর নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হীরাগঞ্জ বাজার জাহান চৌধুরী ও ডাঃ নাজমূল হক চৌধুরী পলাশ, সাবেক সাবেক কাউন্সিলার যুবরাজ গোপ, ফয়ছল আহমদ চৌধুরী, মনির হোসেন প্রমূখ।
এ ব্যাপারে দানশীল যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার বাপ, দাদা সমাজের মানুষের কল্যাণে কাজ করে গেছেন, ১৯৪৮ ইংরেজী সনে দাদা মরহুম সোনাওর চৌধুরী ও মরহুম গোলাম রব্বানী চৌধুরী হীরাগঞ্জ বাজার প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমি মরহুম শফিকুল হক চৌধুরী পুত্র আমি শামীম আহমদ এলাকার লোকজনের সুবিদার্ধে পোষ্ট অফিসের জন্য আমার নিজের থেকে সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় এর অধিনে রেজিষ্টারী করে ৩শতক ভূমি দান করলাম। আপনাদের সেবায় আমরা সদা নিবেদিত, আছি, ছিলাম এবং থাকবো।