Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের লাল শাহ মৌলার মাজার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগাঁও সালামী টিলায় অবস্থিত পীরে কামেল হযরত লাল শাহ মৌলার মাজারের দেওয়াল ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, রানীগাঁও (জমাদারগাঁও) গ্রামের বাসিন্দা মজলুম পীর লাল শাহ মৌলা প্রায় ৮০ বৎসর পূর্বে মারা যান। তার অছিয়ত অনুযায়ী তাকে সালামী টিলায় দাফন করা হয়। এরপর থেকে ওই কবরস্থানের পাশে এলাকার বিভিন্ন মুসলমানদের কবর দেওয়া শুরু হয় এবং ওই সালামী টিলায় লাল শাহ মৌলার মাজার নির্মাণ করা হয়। শুরু থেকে অদ্যবধি পর্যন্ত লাল শাহ মৌলার মাজারে বাৎসরিক ওরস মোবারক ও বিভিন্ন সময় মিলাদ মাহফিল হয়ে আসছিল। গত শুক্রবার বিকাল ৪টার দিকে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে মাজারের প্রাচীর ভাংচুর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে লাল শাহ মৌলার ওয়ারিশ (নাতি) মোঃ আফছার উদ্দিন, ওয়ারিশ মোঃ শিশু মিয়া, সিরাজ মিয়ার নিকট মাজার ভাঙ্গনের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, দীর্ঘ ৮০ বছর যাবত আমাদের মুরুব্বি হযরত লাল শাহ মৌলার মাজার শরীফ পরিচালনা করে আসছি। গত শুক্রবার রাতে মাজার বিরোধীরা আমার লাল শাহ মৌলা মাজারের পাকা প্রাচীরটি ভেঙ্গে ফেলে দিয়েছে। এ ব্যাপারে আলহাজ্ব আফতাব উদ্দিন বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।