Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা পরিষদ নির্বাচন কাল তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল রোববার ২০ নভেম্বর জেলা পরিষদের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি’র পরিকল্পনা অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, যাচাই-বাছাই ২ ও ৩ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর আর ১০ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। দেশে ৬১টি জেলায় প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা পরিষদ নির্বাচন হবে নির্দলীয়। জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ৬১ জেলার জেলা নির্বাচন অফিসারগণ। এ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষ করা হয়েছে ৬১ জেলার জেলা প্রশাসকগণকে।
ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক যুক্তরাষ্ট্রে অবস্থান করায় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে চিন্তিত ছিল কমিশন। ইসি থেকেও দ্রুত স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের বিধিমালার ভেটিং সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক যুক্তরাষ্ট্র থেকে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও পল্লী সঞ্চয় ব্যাংক অধ্যাদেশ সংক্রান্ত নথিপত্রে স্বাক্ষর করেছেন। গত ১২ই নভেম্বর জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালার ভেটিং সম্পন্ন হওয়ায় এখন তফসিল ঘোষণায় কোনো সমস্যা নেই বলে জানিয়েছে ইসি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২৮শে ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।