Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেওয়ান ফরিদ গাজীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ শনিবার।
২০১০ সালের ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ছিলেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ) দরগা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ফরিদ গাজীর শুভাকাঙ্খি ও অনুসারীদের অংশ নেয়ার আহবান জানিয়েছেন স্মৃতি সংসদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
মরহুম দেওয়ান ফরিদ গাজী ১৯২৬ সালের ২ এপ্রিল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেওয়ান হামিদ গাজী। হযরত শাহ জালাল (রঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তাজ উদ্দীন কুরেশী তাদের পূর্ব পুরুষ।