Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উমেদনগর গাউছিয়া দরবার শরীফের পীর ক্বারী আব্দুল মতিনের ইন্তেকাল জানাজায় মুসল্লির ঢল

স্টাফ রিপোর্টার ॥ আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উমেদনগর গাউছিয়া দরবার শরীফের পীর সাহেব কিবলা আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল মতিন আল-কাদরী (রহঃ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টায় তিনি উমেদনগরস্থ বড়বাড়ী নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। গতকাল বৃহস্পতিবার বাদ আছর উমেদনগর বড়মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা ও জেলার বাইরে বসবাসকারী অসংখ্য মুরীদান ও শুভাকাংখীবৃন্দসহ হাজারো মুসল্লী। মরহুমের নিজ প্রতিষ্ঠান শহরের উমেদনগর গাউছিয়া দরবার শরীফে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৪ কন্যা ও দেশবিদেশে অসংখ্য ভক্তবৃন্দ, শুভাকাংখী ও মুরীদান রেখে যান। মাওলানা আব্দুল মতিন আল-কাদরী (রহঃ) এদেশে ধর্মীয় শিক্ষার প্রসারে প্রবাসীদের অংশগ্রহনে উদ্বুদ্ধ করতে একধিকবার যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ সফর করেন। তিনি তার জীবদ্দশায় ধর্মীয় শিক্ষার প্রসারে অংসখ্য প্রতিষ্ঠানে তার মেধা ও শ্রমের স্বাক্ষর রেখেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওঃ আব্দুল কাদির আল কাদরী কচুয়া দরবার শরীফেরও খলিফা ছিলেন। তিনি ছিলেন উমেদনগর শাহজালাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি উমেদনগর গাউছিয়া দরবার শরীফে ছাত্রদের শিক্ষাদানে ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে হবিগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত ভক্ত অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।