Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে সংবাদ প্রকাশের পর ১০ টাকা কেজি চালের ডিলারশীপ বাতিল

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মির্জাপুর ইউনিয়নে ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম এই শিরোনামে সংবাদ প্রকাশের পর মিজাপুর ইউনিয়নে শেখ সোয়ের আলীর চালের ডিলারশীপ বাতিল করেছে উপজেলা প্রশাসন। শ্রীমঙ্গল উপজেলার খাদ্য কর্মকতা ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গত ৪ অক্টোবর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ১০ টাকা কেজির চাল বিক্রি করার সময় কার্ডধারী ক্রেতাদের ৩০ কেজির পরির্বতে ২০ কেজি করে চাল দিচ্ছিল। এবং চাল বিতরণের প্রথম কিস্তিতে ৭৫ জনের কার্ড নিয়ে যায় সোয়েব আলী কাউকে কার্ড ফেরতৎ দেয়নি অনেকে জানায়। এ ঘটনায় চাল নিতে আসা সাধারণ মানুষ প্রতিবাদ জানালেও তারা তা কর্ণপাত করেনি। পরে লোক মুখে ঘটনাটি যখন সাংবাদিক ও প্রশাসনের নজরে চলে যায় তখন তড়িঘরি করে লাইনে লোক দাঁড়ানো রেখেই চাল বিক্রেতা শেখ সোয়েব আলীর ও জয়বিন্দু ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা সঞ্জিত কুমার দাশ জানান, চাল বিক্রয়ের অনিয়মের বিষয়ের লিখিত অভিযোগ প্রমাণিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সোয়েব আলীর ডিলারশীপ বাতিল করেন। মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার লুৎফুর রহমান জানান শেখ সোয়ের আলীর ডিলারশীপ বাতিল করা হয়েছে।