Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে যুবককে বলৎকার করে ভিডিও চিত্র ইন্টারনেটে মামলা দায়ের ॥ গ্রেফতার ১

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক যুবককে হাত পা বেঁধে তিন বখাটে বলৎকার করে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এখন বিভিন্ন যুবকের হাতে ইন্টারনেটে ভিডিও। বিষয়টি সামাজি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনার শিকার যুবকের পিতা থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে। এছাড়া একই দিন ভিকটিমকে হবিগঞ্জ বিচারিক আদালতে ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করলে বিচারক ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করেছেন।
মামলার আসামীরা হলেন-চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের সেন্টু, হারুন ও মুখলেছ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেল ৪টার দিকে সেন্টু মিয়া, হারুন মিয়া ও মুখলেছ মিয়া মিলে একই গ্রামের ১৮বছরের জনৈক যুবককে একটি বেগুন ক্ষেতে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে তাকে পালাক্রমে পাশবিক নির্যাতন (বলৎকার) করে ৩ যুবক। এ সময় তারা এর ভিডিও চিত্র ধারণ করে পরে তা ইন্টারনেটে ছেড়ে দেয়। লোক লজ্জায় ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ভিকটিম যুবক। কিন্তু বখাটেদের ধারণকৃত ভিডিও ক্লিপ এলাকায় লোকজনের কাছে ইন্টারনেট ফেসবুকে ছড়িয়ে পড়ায় তার পিতা বাদী হয়ে উল্লেখিত ৩জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে আসামী মুখলেছকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার মুখলেছের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অপর দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।