Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংসদ সদস্যের নির্দেশ উপেক্ষিত ॥ বানিয়াচং আদর্শবাজার-পাহাড়পুর সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আদর্শবাজার-পাহাড়পুর ডুবন্ত সড়ক নির্মাণ কাজে চলছে ব্যাপক অনিয়ম। গতকাল সরেজমিন কাজ পরিদর্শন করে এ অনিয়মের চিত্র দেখা গেছে। কাজ পরিদর্শনকালে কাজের তদারকির দায়িত্বে থাকা কাউকে না পেয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী আল নুর তারেককে মোবাইল ফোনে অনিয়মের বিষয়ে অবগত করলে তিনি নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে বলে জানান। এ সময় তিনি নিজে বা তার অধিনস্ত কোন উপ-সহকারী প্রকৌশলী কাজ তদারকি করেছেন কিনা

জিজ্ঞাসা করলে বলেন, হিলিপ প্রকল্পের সাইফুল উপস্থিত থেকে সবসময় কাজ তদারকি করে থাকেন। কিন্তু সাইফুল সাহেবের উপস্থিতি ছাড়াই অতি নিম্নœমানের ইট দিয়ে এজিংয়ের কাজ চলছে এবং বালু-সিমেন্টের মসলার কাজও সঠিক নিয়মে হচ্ছেনা এমন অবস্থা সরেজমিন দেখে ঘটনাস্থল থেকে জানালে তিনি তা মানতে নারাজ। তৎক্ষণাত পার্শ্ববর্তী জলমহালের খলা থেকে ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ হাওরে কৃষিকাজ করতে আসা লোকজনকে জড়ো করে দেখালে অনিয়মের চিত্র দেখে তারাও ক্ষুব্ধ হয়ে কাজের সাইডে থাকা সাব কন্টাক্টর শাহিন মিয়াকে কাজ বন্ধ করতে বলেন। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি। উল্টো ১ নাম্বার ইট দিয়ে কাজ হচ্ছে দাবী করেন। এ সময় ময়মনসিংহের জামালপুরের বাসিন্দা সাব কন্টাক্টর শাহিন মিয়াকে ৯৯ ভাগ ইট দু/তিন টুকরো করা দেখিয়ে এবং বালু-সিমেন্টের মিশ্রণ সঠিকভাবে হচ্ছেনা দেখিয়ে ভিডিওচিত্র ধারণ করলে তিনি বলেন, ইটের ভাটায় এক নাম্বার ইটের দাম দিলেও ২ নাম্বার ইট সরবরাহ করেছে। কিন্তু উপস্থিত লোকজন এসব ইট ৪ নাম্বার উল্লেখ করে যতটুকু গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে সবটুকু ভেঙ্গে ভাল ইট এনে পুণঃনির্মাণের এবং যেসব ইট কাজে লাগানো হয়নি সেসব ইট কাজের সাইড থেকে সরানোর দাবী জানান। কিন্তু সাব কন্টাক্টর শাহিন এলাকাবাসীর দাবীতে কর্ণপাত না করে বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকেন। এক পর্যায়ে বানিয়াচং সদরের সৈদ্যারটুলা গ্রামের জনৈক সুকুম মিয়া কাজের সাইডে এসে সাব কন্টাক্টরকে কারো কথা না শুনে যে ইট দিয়ে কাজ করা হচ্ছে এবং যেভাবে বালু-সিমেন্ট মিশ্রিত মসলা দেয়া হচ্ছে সেভাবেই কাজ চালিয়ে যেতে বলেন। এদিকে হিলিপ প্রকল্পের বানিয়াচং উপজেলা অফিসের স্টাফ সাইফুল মোবাইল ফোনে উপস্থিত সাংবাদিক ও সাবেক ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়ার সাথে কথা বলে কোন সদুত্তর দিতে না পেরে হিলিপের উপজেলা কো-অর্ডিনেটর চিত্রা বসু’র কাছে ফোন দিয়ে দেন। তিনিও ভাল সামগ্রী দিয়ে নিয়ম মত কাজ হচ্ছে দাবী করে বলেন, আমি নিজে গত সোমবার কাজের সাইড পরিদর্শন করে এসেছি। দেখেছি ইট, বালু, পাথর, সিমেন্ট সবই খুব ভাল। এ সময় উপস্থিত সাংবাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাকে কাজের সাইডে আসতে বললে তিনি তা এড়িয়ে যান। পরে সাংবাদিকসহ সাবেক চেয়ারম্যান ধন মিয়া সকাল ১১টা ১৪মিনিটে মোবাইল ফোনে সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খানকে ঘটনার বিস্তারিত জানান। তিনি উপজেলা প্রকৌশলীকে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বিষয়টি ঘটনাস্থল থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ ও ইউএনও সন্দ্বীপ কুমার সিংহকেও অবগত করা হয়। তারাও এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও হিলিপ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু ঠিকাদারের লোকজনকে গতকাল সন্ধ্যা পর্যন্ত কাজ বন্ধ করতে দেখা যায়নি। উল্লেখ্য, হিলিপ প্রকল্পের অধীনে চার কিলোমিটার রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা। মুল ঠিকাদার হিসেবে এ কাজটি পেয়েছেন বি-বাড়ীয়ার জনৈক আশিক মিয়া।