Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায় ॥ লাখাই স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত নেতা মান্না গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত নেতা দেলোয়ার হোসেন মান্নাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দিনগত রাত ৩টার দিকে লাখাই থানার ওসি মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে উপজেলার ভাদিকারা গ্রামের মৃত বাছিত মিয়ার পূত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার বিকালে উপজেলার মোড়াকরি বাজারে গীতা শিল্পালয়ের মালিক পরিমল বণিককে স্বর্ণালংকার বানানো কথা বলে তার বাড়ি থেকে নিয়ে যায় দেলোয়ার হোসেন মান্না। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এক মহিলার সাথে তার আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে দেলোয়ার হোসেন মান্না। ছবিগুলো ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি থানা পুলিশের দৃষ্টিগোচর হলে লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে মান্নাকে গ্রেফতার করে। পরে গতকাল মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ী পরিমল বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলায় পরিমল উল্লেখ করেন, মান্না তাকে স্বর্ণালংকার বানানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে এক মহিলাকে দিয়ে তার অশ্লীল ছবি তোলে। সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মান্না পরিমলের পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে। পরিমলের পরিবার নিরূপায় হয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মান্নার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ সুত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনকে মাদক বিক্রিসহ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ৬ মাস আগে দল থেকে বহিস্কার করা হয়।