Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে নিরীহ ব্যক্তির জায়গা দখলের পায়তারা ॥ চুনারুঘাট থানায় জিডি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কুটিরগাও গ্রামে নিরীহ এক ব্যক্তির জায়গা দখল করার পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি সাধারণা ডায়রি করা হয়েছে। প্রভাবশালী মহলটির অত্যাচার থেকে বাচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন নিরীহ ওই পরিবার। স্থানীয় সুত্রে জানা যায়, কুটির গাও গ্রামের মৃত ফজলুল হক ফটিক মিয়ার পরিবারের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির সীম-সীমানা নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের হারুন মিয়া, এখলাছ মিয়া ও নয়ন মিয়া গংদের। সম্প্রতি ফজলুল হক ফটিক মিয়া মৃত্যু বরণ করলে হারুন মিয়া, এখলাছ ও নয়ন মিয়ার লোকজন বাড়ির জায়গা দখল করতে বেপরোয়া হয়ে উঠে। শুধু জায়গা দখলই নয় ফজলুল হক ফঠিক মিয়ার পরিবারের মহিলাদেরও নানান ভাবে উত্ত্যেক্ত করে আসছে তারা। এরই জেরধরে গত ৮ নভেম্বর হারুন মিয়া ও এখলাছ মিয়ার লোকজন হঠাৎ বাড়ির জায়গা দখল করতে আসে। এসময় তারা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ফঠিক মিয়ার বাড়ির সামনে এসে তার ছেলেদের ধাওয়া করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে ফঠিক মিয়ার ছেলেদের উদ্ধার করে এবং বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করে। কিন্তু তাতেও কোন কর্ণপাত করেনি তারা। এদিকে, মৃত ফটিক মিয়ার ছেলে আফজালুল হক শাওনসহ তার পরিবারের লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে হারুন মিয়া, এখলাছ মিয়া ও নয়ন মিয়া গংরা। তাই এ ব্যাপারে নিরুপায় হয়ে আফজালুল হক শাওন বাদি হয়ে গত ৮ নভেম্বর চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়রি করেন। অপরদিকে, হারুন মিয়া, এখলাছ মিয়া ও নয়ন মিয়া গংদের অত্যাচার থেকে বাচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ওই নিরীহ পরিবারটি। এমতাবস্থায় আতংকে দিন রাত যাপন করতে হচ্ছে ফটিক মিয়ার ছেলে ও তাদের পরিবারের। এছাড়াও হারুন মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন ও জায়গা দখলসহ এলাকায় একাধিক অভিযোগ রয়েছে।