Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবান্ন উৎসবে এমপি আবু জাহির সরকার দেশে সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ সৃষ্টি করেছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, আমাদের দেশে বহু ধর্ম আর বর্ণের লোকজনের বসবাস। প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। দেশকে একটি চক্র এই সংস্কৃতিকে ধ্বংস করে অপ-সংস্কৃতির চর্চা করে যুব-সমাজকে বিপথগামী করতে চেয়েছিল। কিন্তু বর্তমান সরকার আমাদের ঐতিহ্যকে লালন করে সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ সৃষ্টি করেছে। এখন নবান্নসহ বিভিন্ন দেশীয় উৎসব রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। আগামী প্রজন্মের জন্য সুস্থ ও বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। দেশীয় সংস্কুতি সবাইকে ধারন করতে হবে।
গতকাল বিকেলে হবিগঞ্জ শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বাঙ্গালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সংরণের লক্ষে নবান্ন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এডিএম এমরান হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার, নজরুল একাডেমীর সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। বক্তব্য রাখেন, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল ও নাট্যকার ছিদ্দিকী হারুন।
পরে হবিগঞ্জের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বাউল আব্দুল করিম এর শিষ্য বাউল আব্দুর রহমানও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।