Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আলোচিত জোৎস্না হত্যা মামলা ॥ যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর গ্রেফতার

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পৌর এলাকার ১নং ওয়ার্ডের বহিস্কৃত কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুরে আলোচিত জোৎ¯œা হত্যা মামলার পলাতক হিসেবে শহরের পৌরসভা কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়েকঘণ্টা পর তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করে র‌্যাব। জাকির গ্রেপ্তারের খবরে তার সমর্থিতরা উত্তেজিত হয়ে গন্ধা পয়েন্টে একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে। এনিয়ে ওই গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের সামনে জোৎ¯œা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার উচাইল চারিনাও গ্রামে। এঘটনায় জোৎ¯œার ভাই রজব আলী ফকির বাদী হয়ে জাকির হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা করেন। এঘটনায় পলাতক ছিলেন যুবলীগ নেতা জাকির হোসেন। তাকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠে। এরই মধ্যে গত পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন যুবলীগ নেতা জাকির হোসেন। আলোচিত জোৎ¯œা হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আবদুর রউপ মিয়া স্বাক্ষরিত পত্রে জাকিরকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। ২৪ জুলাই স্বাক্ষরিত পত্রে বলা হয় ২০১৪ সালের ১৪ ডিসেম্বর নবীগঞ্জ থানায় দায়েরকৃত (মামলা নং-১০) হত্যা মামলায় অভিযুক্ত ওই কাউন্সিলরের নাম আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌর সভা) আইন ২০০৯ এর ৩১ ধারার ১ উপ-ধারা মোতাবেবক তার বিরোদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। মামলার প্রাথমিক পর্যায়ে জাকিরের নাম অন্তর্ভূক্ত ছিলনা। অধিকতর তদন্ত শেষে ডিবি পুলিশ তার নাম যুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত ডিবির প্রতিবেদন গ্রহণ করে অভিযুক্ত জাকিরসহ আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারি করেন।