Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুসলিমদের হয়রানি বন্ধ করতে বললেন ট্রাম্প

এক্সপ্রেস ডেস্ক ॥ আফ্রিকান-আমেরিকান , ল্যাটিন আমেরিকান এবং মুসলিমদের হয়রানি করায় মনে কষ্ট পেয়েছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। গত রোববার ৬০ মিনিটের একটি টেলিভিশন প্রোগ্রামে, আমেরিকায় মুসলিম ও সংখ্যালঘুদের হয়রানি করার পসঙ্গ উত্থাপন করা হলে তিনি ওই কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মুসলিম, হিস্পানিক আমেরিকান, আফ্রিকান আমেরিকান এবং সংখ্যালঘু জাতির উপর আক্রমণ করা হচ্ছে ও তাদের হয়রানি করা হচ্ছে। এমন কিছু প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যেভাবে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে। তাতে তিনি মনে কষ্ট পেয়েছেন ও এধরনের কাজ করতে নিষেধ করেছেন।
ট্রাম্প আরো বলেন, সমাজের কিছু স্তরের মানুষ তাকে ভালোভাবে জানে না। তাই তারা তাকে অযথা ভয় পাচ্ছে। তারা ট্রাম্পের/তার সম্পর্কে ভুল ভেবে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আজ ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হিলারির সমর্থকরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তবে যদি হিলারি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতো তখন আবার ট্রাম্পের সমর্থকরা হিলারির বিরুদ্ধে প্রতিবাদ করত। আসলে এখানে দ্বিমুখী আচরণ মানুষের সহজাত বৈশিষ্ট বলে উল্লেখ করেন ট্রাম্প।