Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সামিটের বিরুদ্ধে প্রতিশ্র“তি ভঙ্গের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিদ্যুৎ প্ল্যান্টে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সামিট গ্র“পের বিরুদ্ধে প্রতিশ্র“তি ভঙ্গের অভিযোগ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিবিয়ানা-২ পাওয়ার কোম্পানী লিমিটেড কর্তৃক অধিগ্রহণকৃত এলাকার আর্থ সামাজিক উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করেনি সামিট। ওই এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার দৈন্যদশা নিয়ে স্থানীয় জনপদে ক্ষোভ দেখা দিয়েছে। এনিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকায় ২৫ একর ভূমিতে প্রায় ২৯০ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত রয়েছে সামিট গ্র“প। ৩৪১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই প্রকল্পে প্রাকৃতিক দহনকারী কম্বাইন্ড সাইকেল টারবাইন রয়েছে। আর্থ সামাজিক প্রভাব মূল্যায়ন, পূনর্বাসন, কর্ম পরিকল্পনা এবং জীবিকায়ন অবকাঠামো উন্নয়ন (ঝওঅ.জঅচ ও খঅজ) সেই সকল প্রকল্প-ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর (চঅঐং) জন্য প্রযোজ্য। জীবিকায়নে প্রস্তাবিত প্রতিশ্র“তি বাস্তবায়নের প্রেক্ষিতে বাধ্যতামূলক ভূমি অধিগ্রহণ এবং হুকুম দখলের অঙ্গীকার রয়েছে। ই-এস-আই-এ প্রক্রিয়ায় ২০০৮ সালে ভূমি জরিপ হয়। ২০১১ সালে প্রকল্প এলাকায় ভূমি ব্যবহারের বর্তমান অবস্থান হালনাগাদ ও যাচাইকরণ করা হয়। ভূমি ব্যবহারের তথ্য সংগ্রহ করার জন্য মোট ১০টি গ্রাম নির্বাচিত হয়। পরিবেশ অধিদপ্তরের (ডিওই) নির্দেশিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে সংগৃহীত তথ্যে স্থাপনা, শিল্প-কারখানা, হাটবাজার, গ্রোথ সেন্টার, কৃষি জমি, জলাশয়, সেতু, শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্টান ও অন্যান্য সুবিধাদি অন্তর্ভূক্ত হয়। জরিপের ফলাফল অনুযায়ী ভূমি ব্যবহারের বিভাগ গুলো হলো, ৭৩% কৃষি জমি, ১২% আবাসিক জনবসতি, ৯% কুশিয়ারা নদীর, ৩% প্রস্তাবিত প্রকল্পের এক্সেস রাস্তাসহ প্রকল্পের স্থান ২% খাল, পুকুর ও বিল এবং ১% স্থানীয় সড়ক। সূত্রে প্রকাশ, আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত পারকুল, বনগাঁও, পাহাড়পুর ও দিগর ব্রাহ্মণগ্রামে কোন উন্নয়ন হয়নি। এশিয়ার সর্ববৃহৎ বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট পারকুল গ্রামে অবস্থিত হওয়ায় ওই এলাকার লোকজন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্ব ব্যাংক প্রতিনিধিরা কয়েকদফা এলাকার উন্নয়ন ও প্রতিশ্র“তি বাস্তবায়নে স্থানীয়দের সাথে বৈঠক করেন। আশ্বাস দেয়া ছাড়া কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। সামিট বিবিয়ানা পাওয়ার এলাকার উন্নয়নে প্রতিশ্র“তি-২ এর কার্যক্রম শুরুর মুহুর্তে অনেক আশ্বাস দেয়। এসবের মধ্যে রয়েছে সড়ক পাকা করণ, পানি নিস্কাষনের ড্রেইন, হাসপাতাল, হাইস্কুল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, স্থানীয় যুবকদের যাগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান। বর্তমানে এল.এন.টি বিবিয়ানা পাওয়ার এলাকার উন্নয়নে প্রতিশ্র“তি-৩ (ওংড়ষবী চড়ৎংড়হ) বিবিয়ানা এলাকার উন্নয়নে প্রতিশ্র“তি-১ এ কার্যক্রম শুরু করেছে। কিন্তু এলাকার উন্নয়নের কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। এনিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে, পারকুল থেকে বনগাঁও পশ্চিম সীমানা এবং পাহাড়পুর থেকে পিটুয়া (বিশ্বরোড), সামিট পাওয়ার প্ল্যান্ট থেকে বনগাঁও পর্যন্ত (ভায়া ভূমিহীন) সড়ক পাকাকরণ। দিগর ব্রাহ্মণগ্রাম থেকে হাছনখালী (ভায়া পারকুল, বনগাঁও) পানি নিষ্কাষনের ড্রেইন নির্মান। সামিট পাওয়ার প্ল্যান্ট থেকে বনগাঁও পানি নিস্কাষনের ড্রেইন নির্মান। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান ও আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার অগ্রযাত্রায় উচ্চ বিদ্যালয় ও কারিগরী শিক্ষা প্রতিষ্টানের দাবি ছাড়াও বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়াও সামিট গ্র“পের ভারি যানবাহন যাতায়াতের ফলে পাওয়ার প্ল্যান্ট এলাকায় যোগযোগের দৈন্যদশা চরমে উঠেছে। অবিলম্বে সড়ক সংস্কার এবং উন্নয়ন প্রতিশ্র“তি বাস্তবায়নের উদ্যোগ নেয়া না হলে গণ আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।