Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদীর শোক সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদীর বিশাল শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল তিনটায় দিনারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই শোকসভা অনুষ্ঠিত হয়। দিনারপুর পরগণার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার অধ্যাপক আব্দুল হান্নান। সাংবাদিক এম এ মুহিতের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, উপজেলা জাপার আহবায়ক শাহ আবুল খায়ের, যুগ্ম আহবায়ক এম ইলিয়াছ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ। আয়োজিত শোকসভায় বক্তারা বলেন, উপজেলার দিনারপুর পরগণার বনগাঁও গ্রামের বাসিন্দা হিসেবে বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদীকে নিয়ে এলাকার লোকজন গর্বিত। তিনি ১৯৭১ সালে শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি যুক্ত ছিলেন ছাত্ররাজনীতির সঙ্গে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিক রূপ পেলে তিনি ৪ নম্বর সেক্টরের জালালপুর সাব-সেক্টরের অধিনায়ক নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে অনেক যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে কানাইঘাট থানা আক্রমণ অন্যতম। মাহবুবুর রব সাদী স্বাধীনতার পর ব্যবসার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।