Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে গোশতের টুকরায় আল্লাহ ও মুহাম্মদ (সাঃ) নাম

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মহান আল্লাহ পাকের অন্যতম নিদর্শন কোরবানীর পশুর গোশতের টুকরায় লেখা আল্লাহ ও মুহাম্মদ (সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। অবিশ্বাস্য হলেও সত্য যে, এ যুগেও মহান আল্লাহ পাকের অপার কুদরতের কিছু কিছু জীবন্ত নমুনা তিনি মানুষদের দেখিয়ে থাকেন। সম্প্রতি এমনি একটি ঘটনা ঘটেছে বানিয়াচং সদরের কামালখানী জামে মসজিদ এর ইমাম মাওঃ সাদিক আহমেদ এর বাড়ীতে সংরক্ষিত কোরবানীর গোশতে। গত বৃহস্পতিবার দুপুরের খাবার খেতে গিয়ে সাদিক আহমেদ এর মেয়ে সায়মা আক্তার রান্না করা একটি গোশতের টুকরায় স্পষ্ট আরবী অক্ষরে ‘আল্লাহ’ লেখা দেখতে পান। পরে ইমাম সাদিক আহমেদ গোশতের টুকরাটি হাতে নিয়ে দেখতে পান গোশতের একদিকে সুস্পষ্ট আরবী ভাষায় ‘আল্লাহ’ এবং অপর দিকে ‘মুহাম্মদ (সাঃ)’ অংকিত রয়েছে। গোশতের টুকরাটি গতকাল দারুল কোরআন মাদ্রাসায় ও কামালখানী জামে মসজিদে নিয়ে আসলে তা এক নজর দেখার জন্য শত শত ছাত্র ও মুসল্লীগন দেখার জন্য ভীড় করেন। এ সময় উল্লেখ্য যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ শায়খ গোলাম কাদির, মাওঃ আশরাফ আলী, মুফতী নুরুল আমীন। এ ব্যাপারে মাওঃ সাদিক আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধির কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি আল্লাহ পাকের অস্তিত্ব ও কুদরতের বহিপ্রকাশ। তিনি আরো বলেন, কোরআন ও হাদীছ দ্বারা প্রমানিত রয়েছে যে সমগ্র সৃষ্ট জীব এমনকি আসমান জমিনে যা কিছু রয়েছে তা জীব বা উদ্ভিদ কিংবা জড় পদার্থ হোক সব কিছুই মহাল আল্লাহ পাকের তাস্বীহ্ পাঠে নিমগ্ন রয়েছে তা উপরোক্ত ঘটনা থেকেও উপলব্ধি করা যায়।