Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে মায়ের মামলায় ছেলের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মায়ের দায়ের করা মামলায় ছেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই সাথে এক হাজার জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেয়া হয়েছে। দণ্ডিত ছেলে পৈল (পূর্বপাড়া) গ্রামের মৃত জৈন উল্লার ছেলে আব্দুল আহাদ। গত ৯ নভেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতের বিচারক এ রায় প্রদান করেন। মামলার বাদী ছিলেন আলাবানু। মামলার বিবরণে প্রকাশ, বাদী আলাবানু তার ছোট ছেলে আব্দুস সহিদকে নিয়ে একত্রে বসবাস করেন। বড় ছেলে আব্দুল আহাদ ১০/১৫ বছর ধরে পৃথকভাবে বসবাস করছে। সে জুয়া খেলে এবং মাতালের মত চলাফেরা করে। প্রায়ই টাকার জন্য মা আলাবানুকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। বিগত ২০১৪ সালের ২৫ নভেম্বর আলাবানুর ছোট ছেলে আব্দুস সহিদ ৭৫ হাজার টাকায় একটি জমি বন্ধক দিয়ে মায়ের কাছে টাকাগুলো জমা রাখে। এ টাকার খবর পেয়ে আব্দুল আহাদ তার মা আলাবানুর ঘরে গিয়ে টাকা দেয়ার জন্য পীড়াপীড়ি শুরু করে। কিন্তু আলাবানু টাকা দিতে অস্বীকার করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে জোরপূর্বক টাকাগুলো নিয়ে যায়। এ ব্যাপারে আলাবানু বাদী হয়ে ২০১৪ সালের ২ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক দণ্ডবিধি ৩৮০ ধারায় আব্দুল আহাদকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১হাজার জরিমানা অনাদায়ে আরো ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।