Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পদায়ন ছাড়া সরকারি বদলি বন্ধের সুপারিশ

এক্সপ্রেস ডেস্ক ॥ পদায়ন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি বন্ধের সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে তিন পার্বত্য অঞ্চলে উপজাতি ও জেলা কোটায় নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও শিক্ষকদের পার্বত্য অঞ্চলে পদায়ন করার বিষয়টি যথাযথভাবে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৈঠকে কমিটি সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) ও এম এ আউয়াল এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে পার্বত্য এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছে না বলে দাবি করা হয়। কমিটির পক্ষ থেকে বদলি ও পদায়নের সময় জেলা পরিষদকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া বৈঠকে পার্বত্য অঞ্চলের স্থানীয় পরিষদসমূহে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।