Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লিস্ডায় ২ মাস ব্যাপী আয়বর্ধক কারিগরী প্রশিক্ষণের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় যুবক যুবতীদের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ব্র্যাক এর আয়োজনে ও হবিগঞ্জ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রপথিক লিস্ডা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ২ মাস ব্যাপী ড্রাইভিং, ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং এবং মোবাইল সার্ভিসিং কোর্সের ৫৫ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্থানীয় লিস্ডা হলরুমে এ.এম.এস. মহসিন চৌধুরী পরিচালক লিস্ডা ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনায় এবং মোঃ আব্দুস শহীদ চৌধুরী চেয়্যারম্যান লিস্ডা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ফিরোজ ভূঁইয়া, জেলা ব্র্যাক প্রতিনিধি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন, উপজেলা কো-অর্ডিনেটর, সনজয় কুমার রায়, সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ, সুলতান মাহমুদ, সেক্টর স্পেশালিষ্ট সামাজিক ক্ষমতায়ন ও জেন্ডার, পুলক, স্বাস্থ্য স্পেশালিষ্ট, দীন বন্ধু বর্মন সমন্বয়কারী সমন্বিত উন্নয়ন কর্মসূচী ব্র্যাক বানিয়াচং। বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে কারীগরী শিক্ষার বিকল্প নেই। চীনের উদাহরণ টেনে এক বক্তা বলেন কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষায় যে জাতি যত শিক্ষিত ও দক্ষ সে জাতি আজ বিশ্বের দরবারে তত উন্নত। তোমরা এখানে প্রশিক্ষণ নিয়ে নিজের এবং পরিবারের বোঝা নয় সম্পদে রূপান্তরিত হবে। দেশে অথবা বিদেশে দক্ষতা গুণে নিজেকে প্রতিষ্টিত করবে এবং বেকার মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে। অন্য এক বক্তা মান সম্পন্ন প্রশিক্ষণ পরিচালনার উপর জোর দেন। স্বাগত বক্তব্যে পরিচালক এ.এস.এম মহসিন চৌধুরী বলেন দীর্ঘ ১৭বছর যাবত লিস্ডা পিছিয়ে পড়া জন গোষ্টীকে কর্মমূখী, উন্নয়নমূলক এবং বেকারত্ব দূরীকরণের জন্য কারগিরী বৃত্তিমূলক, বিভিন্ন বাস্তবমূখী প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইহা হবিগঞ্জবাসীর জন্য সময়োপযোগী উদ্যোগ। লেখাপড়া পাশাপাশি শিক্ষার বিভিন্ন পর্যায়ে ভর্তির সুযোগ হতে বঞ্চিত ছাত্র/ছাত্রী এমনকি উচ্চ শিক্ষিত ও স্বল্প শিক্ষিত বেকার যুবক/যুবতীরা বিভিন্ন স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে উচ্চ ও নৈতিকতা সম্পন্ন দক্ষ, উৎপাদনশীল জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগত ভোটার লিেেষ্টর ডাটা অপারেটর এর কাজে নিয়জিত ৭৫ ভাগই হচ্ছে আমাদের ছাত্র/ছাত্রী বিগত দিনে আমরা ৩৫,০০০ এর অধিক ছেলে মেয়েকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছি। সমাপনী বক্তব্যে প্রতিষ্টানের চেয়ারম্যান সকল শিক্ষার্থীকে মনযোগ সহকারে নিয়মিত ক্লাসে আসার এবং সকলের মঙ্গঁল ও সহযোগীতা কামনা করে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।