Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অপহৃত শিশু ছাত্র উদ্ধার ॥ ফুফাতো ভাইসহ তিন অপহরণকারী আটক

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে অপহৃত শিশু ছাত্র তানভীর আহমদ (৬)কে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর রাতে কিশোরগঞ্জ জেলা সদরের আনজুমান হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। সেই সাথে অপহৃত শিশু তানভীরের ফুফাতো ভাইসহ তিন অপহরনকারীকে গ্রেফতার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ব্লু-বার্ড কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র উপজেলার মুরাদপুর গ্রামের মাসুম মিয়ার ছেলে তানভীর আহমদকে গত ৫নভেম্বর মামাতো ভাই মোশাহিদ তাকে স্কুলে নিয়ে যায়। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। শিশু তানভীর ও মোশাহিদের সন্ধান পায়নি স্বজনরা। পরবর্তীতে মোশাহিদের মোবাইল নাম্বার থেকে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। তাৎক্ষণিক বিকাশে ২৫ হাজার টাকা প্রেরণেরও দাবী করে অপহরণকারীরা। এর পর থেকে মোশাহিদের মোবাইল বন্ধ পাওয়া যায়। তখন থেকেই অপহরণের সাথে মোশাহিদ জড়িত রয়েছে বলে পুলিশসহ অনেকেরই সন্দেহ হয়। =এদিকে এঘটনার পরপরই তানভীরের পিতা মাসুম মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার বিকালে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অপহৃতের ফুফাতো ভাই মোশাহিদ মিয়া (২২)কে কিশোরগঞ্জের হোটেল থেকে অপহৃত শিশুসহ তাকে আটক করে। পরে মোশাহিদের স্বীকারোক্তিতে বি-বাড়িয়া পলিটেকনিক ইন্সষ্টিটিউট ছাত্র জাফর ইকবাল (২৫) ও উপজেলার রাজাপুর গ্রামের আমির উদ্দিন (৩৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারী ও অপহৃত শিশু তানভীরকে নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভূইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার দক্ষিণ সার্কেল রাসেলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, অপহরণের সাথে জড়িত মোশাহিদ দাখিল পাস করার পর তার মামা (অপহৃত তানভীরের পিতা) বাড়িতেই থাকতো। ওই দিন মোশাহিদই তানভীরকে স্কুলে নিয়ে গিয়েছিল।