Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যখন যেভাবে বাংলাদেশ জানবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফলাফল

এক্সপ্রেস ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দিন-রাত্রির পার্থক্যের কারণে ‘রিয়েল টাইম’ বা তাৎক্ষণিক সময় বিবেচনায় বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলটি বাংলাদেশ জানবে বুধবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ। কেননা সর্বশেষ ২০১২ সালে বারাক ওবামা যখন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট ঘোষিত হন, সেটি ঘটে পূর্বাঞ্চলীয় সময়ানুসারে (ইস্টার্ন স্টান্ডার্ড টাইম) ভোটের দিবাগত রাত সোয়া এগারটায়, অর্থাৎ বাংলাদেশে পরদিন সকাল সোয়া দশটায়। ফলে আন্তর্জাতিক লাইভ টেলিভিশনের দর্শনার্থীরা ছাড়া পত্রিকা পাঠকদের পরদিন বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে জনসংখ্যা অনুপাতে দেশটির ৫০টি অঙ্গরাজ্যসহ রাজধানী ওয়াশিংটন ডিসি’র উভয় কক্ষের কংগ্রেশনাল প্রতিনিধিত্বের সমসংখ্যক ‘ইনডাইরেক্ট ইলেকটোরাল ভোট’ অর্থাৎ প্রতিটি প্রতিযোগী প্রার্থীর পূর্ব-নির্ধারিত মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের অর্ধেকেরও একটি বেশি বা ২৭০টি ভোট পেতে হয়, সেহেতু জনসংখ্যা অনুপাতে বড় অঙ্গরাজ্যগুলোর ফলাফল ঘোষণার উপরই তা নির্ভর করে। এক্ষেত্রে যে প্রার্থী অঙ্গরাজ্যটির জনপ্রিয় ভোটে বিজয়ী হন, তার পক্ষেই ওই অঙ্গরাজ্যে প্রার্থীর পূর্ব-নির্ধারিত ইলেকটোরাল ভোটটি চলে আসে। এতে যে প্রার্থী ২৭০টি ভোট পান, তিনিই প্রেসিডেন্ট ঘোষিত হন। লক্ষণীয় দিকটি হচ্ছে, পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্রের আটলান্টিক তীর থেকে টেক্সাস পর্যন্ত ২২টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ সম্পন্ন শেষে অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়ে যায়। এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরীয় আলাস্কায় ভোট গ্রহণ চলে রাত ১টা পর্যন্ত; ততক্ষণে ভোটের ফলাফল দৃশ্যমান হতে থাকে। যেহেতু ‘কি স্টেট’ বা জেতার ‘চাবিকাঠি’ হিসেবে বিবেচিত অঙ্গরাজ্যগুলোর মাঝে ওহাইয়ো ও ফ্লোরিডা ফ্যাক্টর, সেহেতু সেখানে ভোটগ্রহণ চলে যথাক্রমে সন্ধ্যে সাড়ে ৭টা ও রাত ৮টা পর্যন্ত। কিন্তু ফ্লোরিডার ভোট গণনা প্রক্রিয়ায় জটিলতা থাকায়, ফলাফল ঘোষনায় ২০১২ সালে ৪ দিন এবং ২০০০ সালে দুই সপ্তাহ লেগেছিল।
ফলে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনটি দেশময় সংখ্যাধিক্য জনপ্রিয় ভোটের চেয়ে অঙ্গরাজ্যভিত্তিক ইলেকটোরাল ভোট প্রাপ্তি নির্ভর।
ইমেইল: নঁশযধৎর.ঃড়ৎড়হঃড়@মসধরষ.পড়স