Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্কুল কলেজ ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করতে সরকার বদ্ধ পরিকর। জঙ্গিবাদে কোন ছাড় নেই। জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা। জঙ্গিবাদে যারা জড়িয়েছে তারা আসলেই সমাজের ব্যাধি। আর বাল্যবিবাহ রোধ করতে সবাইকে সচেতন হতে হবে। বাল্য বিবাহের সাথে যারা জড়িত থাকবে সবাইকে আইনের আওতায় আনা হবে। স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে। তখন ছাত্রদেরকে সমাজের অপরাধমুলক কার্যকলাপ থেকে রক্ষা করা যাবে। ক্লাসরুমে ছাত্রদের কাছে মোবাইল ফোন পেলে সাথে সাথে পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ঠ শিক্ষকদের। সবার সহযোগিতায় জঙ্গিবাদ ও বাল্যবিবাহকে রোধ করতে হবে। তিনি গত রবিবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদে “জঙ্গিবাদ ও বাল্য বিবাহরোধ শীর্ষক” মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কুর্শি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী, জেলা পরিষদের সদস্য প্রার্থী সাংবাদিক এম এ আহমদ আজাদ, নুর মিয়া, সোহেল আহমদ, কাজী মাহবুব আহমদ, আব্দুর রহিম চৌধুরী, মেম্বার শামছুল ইসলাম সুজন, আব্দুস ছোবহান, আল আমিন খান, আকাব মিয়া, রাজু মিয়া, শ্রীবাস সুত্রধর, রাজু মিয়া, আব্দুল মান্নান, মোতাব্বির সর্দার, শিক্ষিকা কুহিনুর বেগম, সন্ধ্যারানী দেব প্রমূখ।