Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১৫

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় ১৫ যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোররাত পর্যন্ত থানার ওসি তদন্ত সাজিদুর রহমান পলাশের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাধবপুর উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল, পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের রোকন উদ্দিনের ছেলে উজ্জ্বল ভূইয়া (২০), ফরিদ মিয়ার ছেলে কামরুল ইসলাম (২০), ছোট্ট মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮), মৃত আলী হোসেনের ছেলে মোজাহিদ মিয়া (২০), ফুল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৬), নোয়াগাও গ্রামের আব্দুল জলিল ভূইয়ার ছেলে ছায়েদুল ইসলাম (২১), পূর্ব মাধবপুরের কাউন্সিলর রফু মিয়ার ছেলে আফজাল মিয়া (২৪), মৃত ইন্তাজ আলীর ছেলে খুরশেদ আলম (৩৫), গুচ্ছ গ্রামের আউয়াল মিয়ার ছেলে সজিব মিয়া (১৯), গনি মিয়ার ছেলে ছুরক মিয়া (৩৮), খড়কী গ্রামের আলী আহম্মদের ছেলে কামরুল খা (৩২), পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মহি উদ্দিন (২০), নূরুল ইসলামের ছেলে সিনা ইবনে নূর রনি (২১), জরিপ হোসেনের ছেলে মনির হোসেন (১৮), আহাদ আলীর ছেলে রবিউল আউয়াল (১৮)। এর আগে এ ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন রিপন জানান, অন্যায় ভাবে কাউকে গ্রেফতার করা হয়নি। ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হচ্ছে। অযথা যেন কেহ হয়রানির শিকার না হয় সেদিকে পুলিশ সব সময় নজর রাখছে।