Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিপিন চন্দ্র পালের ১৫৮তম জন্মবার্ষিকী পালিত পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান ও জব্বারকে মনোরত্তর প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপিন চন্দ্র পালের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সালাম ও গীতা পাঠ করেন স্বপন কুমার অধিকারী। গতকাল সোমবার পইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আহমুদুল হক। সভা পরিচালনা করেন পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন। সভায় এসময় বিপিন পাল স্মৃতি সংসদ এর পক্ষ থেকে হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি ইয়াসিনুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ ফারুক, ডাঃ সৈয়দ এম আবরার জাবের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিদ্দিকী হারুন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ মইনুল হক আরিফ। সভায় সাবেক চেয়ারম্যান ও ফুটবলার আব্দুল জব্বারকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। আব্দুল জব্বার এর পক্ষে সম্মাননা গ্রহন করেন তার ছেলে মেম্বার আব্দুল জলিল মিন্টু।
বিপিন পালের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিপিন পাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হাজী আম্বর আলী, শাহজাহান মাষ্টার, মেম্বার আব্দুল কাইয়ূম, মেম্বার রফিক মিয়া, মেম্বার বাবর আলী, মেম্বার জামাল মিয়া, মোঃ আজম উদ্দিন, জহির মিয়া, এডঃ মোস্তফা মিয়া, রনধীর কুমার ধর, কাউছার আহমেদ, শাহ আলম, কামরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, বিপিন পাল শুধু পইলের নয় তিনি সারা বাংলাদেশের অহংকার।