Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চা-শ্রমিকদের নিকট সরকারী এম্বুলেন্স হস্তান্তর করলেন এমপি কেয়া চৌধুরী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য কেয়া চৌধুরী চেষ্টায় সরকারি অ্যাম্বুলেন্স পেলো চা শ্রমিকরা। চা বাগানের দুর্গম পাহাড়ি এলাকায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে বহু কষ্টে তাদের হাসপাতাল আনা হয়। এ দুর্ভোগ লাঘবের জন্য কেয়া চৌধুরী এমপির চেষ্টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একটি সরকারি অ্যাম্বুলেন্স বরাদ্দ প্রদান করেন। গতকাল সোমবার বেলা ১১টায় নতুন অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন কেয়া চৌধুরী এমপি। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বাবুল কুমার দাশ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইব্রাহিম খা, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ডাঃ মকলিছুর রহমান, ডাঃ আব্দুল কদ্দুছ, গেবিন্দ্র চন্দ্র, ডাঃ মিতালী, প. প. কর্মকর্তা আব্দুল হামিদ, মধুপুর চা বাগান ব্যবস্থাপক মর্তুজা আহমদ, বৃন্দাবন চা বাগানের মহা ব্যবস্থাপক ফয়েজ আহমদ কুতুবী, দারাগাঁও চা বাগানের মহা ব্যবস্থাপক ফরিদ আহমদ, আমতলী চা বাগানের ব্যবস্থাপক কাজী মাসুদ আহমদ, রামপুর চা বাগানের ব্যবস্থাপক নাহিদ আহমদ প্রমুখ।