Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে সরকারীভাবে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল উপজেলা আইসিটি ট্রেনিং রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কাওছার শোকরানার সভাপতিত্বে ও একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপূল ভূষণ রায়, আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাশ, প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির, প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, প্রভাষক আব্দুল আহাদ খান, অনুপ রায়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, হবিগঞ্জ জনতা এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া। উল্লেখ্য, ৩য় ও ৪র্থ ব্যাচের ৪৮ জন শিক্ষক গত ২২ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সফলভাবে প্রশিক্ষণ গ্রহন করায় অংশগ্রহণকারী সকল শিক্ষককে সনদপত্র প্রদান করা হয়েছে।