Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন ॥ বশির-হারুন প্যানেলের বিজয়

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার নবীগঞ্জ শেরপুর রোডস্থ হাজারী কমিউনিটি সেন্টারে সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এটিএম বশির ও হারুন পরিষদ প্যানেল’র সভাপতি, সিনিয়র সহ- সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংখ্যাধিক্য অর্জন করে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ওই দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ৯ পদে ১৭ জন প্রার্থী দু’প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় শংকর চন্দ্র দত্তকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। মোট ৩১৭ ভোটের মধ্যে ৩১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে নবীগঞ্জ হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্িটএম বশির আহম্মদ চেয়ার প্রতীকে ১৬৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অপর প্যানেলের আউশকান্দি র.প. হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন বশির-হারুন প্যানেলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক চশমা প্রতীকে প্রাপ্ত ভোট ১৫৪। সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন মিয়া ফুটবল প্রতীকে ১৬২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে একেএম শফিউল আলম চাকা প্রতীকে প্রাপ্ত ভোট ১৭৭ ভোট। যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে রতন মনি দাশ আম প্রতীকে প্রাপ্ত ভোট ১৭৩ ভোট। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিলাপদ দাশ কাপ-প্লেইট প্রতীকে ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে লুৎফুর-বদরুল পরিষদের যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক শংকর চন্দ্র দত্ত, অর্থ সম্পাদক প্রভাংশু শেখর দাশ টিউবয়েল প্রতীকে প্রাপ্ত ভোট ১৫১। প্রচার সম্পাদক পদে মোঃ জসিম উদ্দিন দেয়ালঘড়ি প্রতীকে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক রেজাউল আলম, সহকারী প্রিজাইটিং ছিলেন মোঃ রুহুল আমীন, শাহীনুল ইসলাম, আব্দুল বারীক, শাহালাল হোসেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দীঘলবাক হাইস্কুলের প্রধান শিক্ষক নিজামুল ইসলাম। সহকারী কমিশনার ছিলেন জিএম সাহিদুল ইসলাম ও রাজিব চন্দ্র দাশ। প্রথমবারের মতো মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মাধ্যমিক শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত করায় নির্বাচন পরিচালনা পরিষদ ও সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নব নির্বাচিত বশির-হারুন পরিষদের নেতৃবৃন্দ।