Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে ওয়ানওয়ে রাস্তা ॥ হবিগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ॥ এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-জংশন সড়কের থানার সামন থেকে দাউদনগরবাজার জামে মসজিদ পর্যন্ত ১১ কোটি টাকা ব্যয়ে ওয়ানওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এর পূর্বে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ কামিল মডেল মাদ্রাসায় নির্মিত ছাত্রাবাস উদ্বোধন ও কুতুবের চক জামিয়া রাশিদিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পৃথক পৃথক উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শায়েস্তাগঞ্জ পৌরসভা ও থানা হয়েছে। উপজেলা প্রক্রিয়াধীন। তিনি বলেন, এখানের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির, রাস্তাঘাট নির্মাণসহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কাজ চলছে।
উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার ও আব্দুল মুকিত, চারগ্রাম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আসম আফজল আলী, মডেল কামিল মাদ্রাসারা অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, উপাধ্যক্ষ ফিরুজুল ইসলাম চৌধুরী, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, কাউন্সিলর জিতু আহমেদ মাখন, সাইদুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মাসুদুউজ্জামান মাসুক, সহ-সভাপতি হাজী শফিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সিতার আহমেদ, আওয়ামী লীগ নেতা জিতু মিয়া লস্কর, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, যুবলীগ নেতা ফরিদ হাসান, কামরুজ্জামান আল রিয়াদ, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজীউর রহমান ইমরান, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন লিটন, প্রসজিৎ দেব, সাইদুল ইসলাম সোহাগ, হাবিবুর রহমান বেলাল, মাসুক আহমেদ, সাইদুর রহমান জীবন প্রমুখ।