Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মন্দির ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় আটক ৬ জনকে কারাগারে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ে ও বাড়ি ঘরে হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৬ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন। শনিবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বাড়াচান্দুরা গ্রামের শাহ আলম মনছুর (২০), মাধবপুর পৌরশহরের শাকিল (২০), কৃষ্ণনগরের ইয়াছিন (২০), সুলতানপুরের সৈয়দ মামুন (৪২), একই গ্রামের উসমান গণি (৩৬), হরিশ্যামা গ্রামের শুক্কর আলী (২৮)কে গ্রেফতার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, হবিগঞ্জ বিচারিক হাকিম আমলি আদালত-৬ এ গ্রেফতারকৃতদের হাজির করে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।