Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গোয়াকাড়ায় ঈদগাহের জমি নিয়ে সংঘর্ষে শতাধিক আহত

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার গোয়াকাড়া গ্রামে ঈদগাহের পতিত জমি নিয়ে দুইদলের মাঝে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। গতকাল শনিবার সকাল ৬টা থেকে এ সংঘর্ষ শুরু হয়ে ৮টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়। গুরুতর আহত অবস্থায় প্রায় ৫০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আশংকজনক অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সূত্রে জানা যায়, গোয়াকাড়া গ্রামের বাসিন্দা ছদর হোসেনের পুত্র আজিজুল ইসলামের সাথে একই গ্রামের নিম্বর আলীর পুত্র ডাঃ জাহির মিয়ার ঈদগাহের পতিত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয় পক্ষের মাঝে ইতোপূর্বেও একাধিক সংঘর্ষ হয়। এর জের ধরে গতকাল উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় সিরাজ মিয়া (৪৫), তৈয়বুর (২৮), লাল মিয়া (৫০), সাত্তার মিয়া (৩০), সেলিম (২২), নিম্বর আলী (৫০), হুসন মিয়া (৩৫) ও অলি মিয়া (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে অলি মিয়াসহ দুইজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।